
তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ শাল্লা থানার দায়িত্ব ছেড়ে গেলেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। দায়িত্বশীলতা, মানবিকতা এবং ন্যায়নিষ্ঠ কাজের জন্য এলাকায় যে আস্থার পরিবেশ তিনি গড়ে তুলে ছিলেন, বিদায়ের সময় সেই কারণেই আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।
৭ ডিসেম্বর ২০২৫ রবিবার সকালে থানা প্রাঙ্গণে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই সঞ্জয় সরকার, এসআই কামাল হোসেন, এস আই তারেক নাজির, এ এস আই নিজাম মিয়া ,এএস আই আজাহারুল এএস আই জাকির হোসেন, এএস আই ফুলন চন্দ্র দেব, এ এস আই আবু হানিফ,কনস্টবলগণ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ অনেকেই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তার নেতৃত্বে শাল্লা থানা আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ এবং জনসেবামূলক কাজগুলোতে দৃশ্যমান সাফল্য দেখিয়েছে।
বিদায় সংবর্ধনায় শফিকুল ইসলাম শাল্লা বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,শাল্লা থানা আমার কাছে দায়িত্বের পাশাপাশি ভালোবাসার জায়গা। এখানকার মানুষের আন্তরিকতা আমাকে সবসময় সাহস দিয়েছে।
সহকর্মীরা তার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান। একজন মানবিক পুলিশ কর্মকর্তাকে হারানোর অনুভূতি প্রকাশ করেন স্হানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.