শাহীন খান,শাল্লা প্রতিনিধি;
সুনামগঞ্জ শাল্লা উপজেলা আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। (মঙ্গলবার) ২২ জুলাই ২০২৫ ইং সকাল ১২ টার সময় উপজেলা অডিটোরিয়ামে এসএসসি/সমমান দাখিল শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাশ,বিশেষ অতিথি আজমল আহমেদ সিইও, আব্দুল্লাহ ডেভেলপমেন্ড ফাউন্ডেশন, মাওলানা নুর আহমেদ,ভাইস প্রিন্সিপাল বীর গাও ইসলামী মাদ্রারাসা শান্তি গঞ্জ এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , মাওলানা নুরে আলম সিদ্দিকী জামাতের আমির শাল্লা উপজেলা, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, কৃতি শিক্ষার্থীরা এই সংবর্ধনার মধ্যমে লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হবে ও উৎসাহ উদ্দীপনা বাড়বে বলে মনে করেন।
২০২৫ সালে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তরাসহ মোট ৫৯ জন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রধান করা হয় । স্কুলগুলে হলো শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় , গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিরিধর উচ্চ বিদ্যালয়, শাল্লা হাসিমিয়া দাখিল মাদ্রাসা, শাল্লা আটপাড়া দাখিল মাদ্রসা,শাল্লা আছলাম উদ্দীন উচ্চ বিদ্যালয়, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালায়, কালাই মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ আর ও ৫ টি । বাস্তবায়নে অনুষ্ঠানটি আয়োজন করেছেন পাহেল মিয়া আহবায়ক বাস্তবায়ন সংবর্ধনা কমিটি
অনুষ্ঠানে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.