
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি,
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বোরো মৌসুমের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধের কাজ এখনো শুরু না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। সরকারি নীতিমালা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরুর কথা থাকলেও মাঠ পর্যায়ে এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের জন্য প্রয়োজনীয় গণশুনানি পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
নিয়ম অনুসারে, ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ শেষ করা বাধ্যতামূলক। উপজেলার কয়েকটি হাওরে প্রাথমিক জরিপ শেষ হলেও মূল কাজ শুরুর প্রক্রিয়ায় ধীরগতি দেখা যাচ্ছে।
কৃষক দলের একরামুল হোসেন বলেন, “কাজ দেরিতে শুরু হলে মানগত ত্রুটি দেখা দিতে পারে। সময়মতো কাজ শেষ না হলে ২০১৭ সালের মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে।
একজন কৃষক বলেন, ডিসেম্বর শেষের পথে, কিন্তু এখনো গণশুনানির খবর নেই। প্রকৃত কৃষকদের বাদ দিলে কাজে অনিয়ম হবেই। সময়মতো বাঁধ না হলে আমাদের ফসল রক্ষা করা কঠিন হবে।
উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি তরুণ কান্তি দাস বলেন, বাঁধের পাশাপাশি নদী খনন জরুরি। নদীর ধারণক্ষমতা না বাড়ালে বাঁধ টিকিয়ে রাখা কঠিন হবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও উবাইদুল হক জানান, এই সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আগামী সপ্তাহে গণশুনানি অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বরের মধ্যেই পিআইসি গঠন করে কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, গণশুনানি বাধ্যতামূলক। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করে পিআইসি গঠন করা হবে। কোনো অনিয়ম যাতে না হয়, তা কঠোরভাবে তদারকি করা হবে।” তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করতে নিয়মিত মনিটরিং করা হবে।
তবে কৃষকদের দাবি, দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় গণশুনানি করে প্রকৃত কৃষকদের দিয়ে পিআইসি গঠন না হলে তারা আন্দোলনে যাওয়ার কথা বিবেচনা করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.