শাল্লায় ১ নং আটগাঁও ইউনিয়নে বিএনপির স্বেচ্ছাসেবক-দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ প্রতিনিধি:শাল্লা উপজেলা বিএনপির আওতাধীন ১নং আটগাঁও ইউনিয়নে বিএনপির সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকাল ২ ঘটিকার সময় দাউদপুর বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সেচ্ছাসেবক দলের সাগর সরকারের সভাপতিত্বে শাহীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.নুরুল আমিন, ব্রজেশ রঞ্জন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,শাহজান মিয়া যুগ্ম আহবায়ক শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দল,সোহেল মিয়া যুগ্ম আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল,নাজমূল আহমেদ যুগ্ম,আহবায়ক শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দল।মো.,ইদ্রিছ মিয়া যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখা,মাসুদ আল-কায়সার,নুরুল,হক আতিকুর রহমান আতিক,গফুন্নুর মিয়া,জুনেদ মিয়া,আলীনুর মিয়া,জোসেফ মিয়া, ইউনূছ মিয়া,নজরুল ইসলাম,আনোয়ার হোসেন,এনামূল হক প্রমূখ।
বক্তারা বলেন,যারা বিএনপির দূর্দিনে আওয়ামীলীগের সাথে আতআত করে যোগসাজশ চলেছে তাদের অবশ্যই স্বেচ্ছাসেবক দলের কোন পদ দেয়া হবেনা। প্রধান বক্তা ব্রজেশ রঞ্জন চৌধুরী বলেন,বিএনপির দূর্দিনে দু:সময়ে যারা দলের সাথে ছিল তারাই পদপদবীর আশা করতে পারেন নয়তো নয়।সাগর সরকার বলেন,দলের অসময়ে যার হামলা মামলার স্বিকার হয়েছেন,তাদেরকে মূল্যয়ন করার জন্য আহবান জানান।আমি দলের দূর্দিনে দূ:সময়ে রাজপথ থেকে শুরু করে এলাকার প্রতিটি প্রোগ্রামে দলের সাথে ছিলাম।এপর্যন্ত দলের সাথেই আছি, থাকবো।শাল্লা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন বলেন,স্বেচ্ছাসেবক দলে অবশ্যই ত্যাগীদের মূল্যয়ন করা হবে আওয়ামী ধূসরদের জায়গা হবেনা বলে জানান তিনি।