শাহীন খান শাল্লা প্রতিনিধি:সুনামগঞ্জ শাল্লা উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জোর করে নিয়ে গেছে পাশের বাড়ীর ছেলে এমন অভিযোগ করে ক্ষুব্ধ হয়ে ছেলের বাড়িতে হামলা করেছে মেয়ের পক্ষের লোকজন।
(বৃহস্পতিবার) ১৯ জুন রাত আনুমানিক সাড়ে ৯ টায় শাল্লা উপজেলার সিমেরকান্দা গ্রামে। হামলায় ছেলের মা শাহনাজ বেগম (৪৫) গুরুতর আহত হন। তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, একই গ্রামের আরব আলীর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বৃহস্পতিবার খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এলাকায় জানাজানি হয় গ্রামের জয়নাল মিয়ার ছেলে খোকন মিয়া (২৩) এর সঙ্গে বৃহস্পতিবার রাতে ওই মেয়ে পালিয়ে গেছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ আরব আলীর স্বজনরা ছেলের বাড়িতে হামলা চালায়। এতে ছেলের মা শাহনাজ বেগম গুরুতর আহত হন।
এ ঘটনায় শুক্রবার সকালে ছেলের পিতা জয়নাল মিয়া বাদী হয়ে মেয়ের পিতা আরব আলীকে প্রধান আসামী করে ২১ জনের নামে শাল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অপরদিকে মেয়ের পিতা আরব আলী জানান, আমার মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। জয়নাল মিয়ার ছেলে খোকন মিয়া জোর করে আমার অবুঝ মেয়েকে তুলে নিয়ে যায়। খোকন মিয়া ও তার পিতা জয়নাল মিয়া, মা শাহনাজ বেগম সহ কয়েকজনকে বিবাদী করে শাল্লা থানায় জিডি করেছেন তিনি ।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি, মেয়ের খোঁজও পাওয়া গেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.