সুনামগঞ্জের শাল্লায় বজ্রাঘাতে রিমন তালুকদার(২০)নামে একজন নিহত হয়েছেন।
তিনি উপজেলার আটগাঁও গ্রামের (বড়বাড়ি) জাহেদ তালুকদারের ছেলে ও শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের আপন ভাতিজা।
স্থানীয় সুত্রে জানা যায়,(সোমবার) (২৮এপ্রিল)ভোর সাড়ে ৬টায় বাড়ির পাশে কালিকোটা হাওরে(গারবন)গরু নিয়ে যায়।তখন তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এসময় বজ্রপাতে একটি গরুও ভস্মীভূত হয়।
আটগাঁও গ্রামের বাসিন্দা আব্দুন্নুর মিয়া,সেকান্দর আঃমালেক,নিজামূল, মিয়া,ওয়াহিদুল তালুকদার রবিন,একরাম মিয়া,সাইকুল ইসলাম,সাদিকুল মিয়া ও নিজগাঁও গ্রামের আজব আলী,বাজারকান্দি গ্রামের বর্তমান মেম্বার রবীন্দ্র সরকার,মানসিংহ চৌধুরী মনুজ সোনাকানী গ্রামের শাহীন,হান্নান মিয়া জানান,বজ্রাঘাতে রিমন তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।হাওরে বৈশাখী কাজ চলছে। কৃষকদের মধ্যেও এখন ভয়ে কাজ করছে।চরম উদ্বেগের মধ্যে রয়েছে মানুষ।মানুষ আরো সতর্ক হতে হবে,না হলে এমন ঘটনা এড়ানো সম্ভব নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একই গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আন-নোমান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.