শাল্লায় বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের (সুনামগঞ্জ) দিরাই-শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা থানার বিশেষ অভিযানে ১ কেজি ৫৩০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর তার সহযোগী রেজাউলকে গ্রেফতার করেছে,শাল্লা থানা পুলিশ। (শুক্রবার) রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সঞ্জয় কুমার সরকার ও এএসআই ফুলনচন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায়, এলাকায় অভিযান পরিচালনা করেন।
(এককেজি পাঁচশত ত্রিশ গ্রাম) মাদক দ্রব্য গাঁজা উদ্ধার সহ মোঃ রেজাউল করিম (২৮), পিতা-মোঃ বিল্লাল মিয়া ঠিকানা: স্থায়ী: গ্রাম- ঘুঙ্গিয়ারগাঁও (মুসলিমপাড়া) আলমগীর মিয়া(৪৩), পিতা-মৃত মজুমদার মিয়া স্থায়ী: গ্রাম- কান্দিগাঁও, উভয় থানা- শাল্লা, জেলা -সুনামগঞ্জ। মামলা নং-জি আর নং-৭৪, তারিখ- ০২ আগস্ট, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ,
তারিখ- ০২ আগস্ট, ২০২৫ ইং আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামিদের নামে নৌকা চুরি সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যেরভিত্তিতে এই অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চালাচ্ছি।



















