শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একযুবকের মৃত্যু

- আপডেট সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,দিরাই শাল্লা প্রতিনিধি:
(সুনামগঞ্জের) শাল্লা উপজেলায় আটগাঁও গ্রামের (মধুয়ারতল) নয়াবাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছমেদ মিয়া (৪৭) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার সময় উপজেলার ১নংআটগাঁও ইউপির আটগাঁও নয়াবাড়ির সামনে এঘটনা ঘটে। তিনি আটাগাঁও গ্রামের মৃত গোলাম হোসেন ওরফে কক্কু মিয়ার ছোট ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর১টার সময় ছমেদ মিয়া চামড়া বন্দর থেকে মাছ বিক্রি করে বাড়িতে আসছিলেন। এসময় নিজ গ্রামের পাশে এসে বিদ্যুতের লাইনে ইঞ্জিন চালিত নৌকার বৈঠা লেগে যায়। বৈঠা ছাড়াতে গিয়ে তিনি বিদ্যুতের লাইনে হাত লেগে গিয়ে ঘটনাস্থলে মৃত্যবরণ করেন।
শাল্লা থানার ওসি (তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে ছমেদ মিয়া নামে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।