শাহীন খান,দিরাই শাল্লা প্রতিনিধি;শাল্লায় ২৭-০৯-২০২৫ ইং রোজ শনিবার বিকাল ২-৩০ ঘটিকার সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এর শাল্লা উপজেলা শাখায় কমিটি গঠন উপলক্ষে স্থানীয় শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক মাদরাসার স্বনামধন্য সুপার হযরত মাওলানা মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ ছালেহ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংপ্রামী শিক্ষকনেতা জনাব মাওলানা মোঃ আতিকুল হক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মোঃ আম্বর আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দামপুর আটপাড়া দাখিল মাদরাসার স্বনামধন্য সুপার জনাব মাওলানা মোঃ মতিউর রহমান।
কমিটি গঠন সভায় উপস্থিত শিক্ষক কর্মচারীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন দামপুর আটপাড়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী জনাব মাওলানা মোঃ আব্দুল আহাদ।
সভায় সর্ব সম্মতিক্রমে জনাব মাওলানা মোঃ মতিউর রহমান কে সভাপতি, জনাব মাওলানা মোঃ কামরুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও জনাব মোঃ মোস্তফা কামাল কে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট শাল্লা উপজেলা কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.