তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপি'র নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন, বিএনপি'র অঙ্গসংগঠন।
(রবিবার) ৩ আগস্ট ২০২৫ ইং দুপুর ১২ ঘঠিকায় সময় শ্যামারচর দাখিল মাদরাসা সংলগ্ন ঈদগাহমাঠে নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাহারের দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্হিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উনারা বলেন বিগত ১৩ বৎসর যাবৎ আমরা দলের কারনে সুবিধাবঞ্চিত ত্যাগীকর্মী নির্যাতিত নিপীড়িত দলের জন্য নিবেদিত প্রাণ থাকা সত্ত্বেও আমাদেরকে আহ্বায়ক কমিটিতে কেন রাখে নাই এইজন্য আজ এই প্রতিবাদ সভা। আজকের সভায় মূলপ্রতিপাদ্য বিষয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদদিয়ে আওয়ামীদুসরদের নিয়ে কমিটি করার প্রসঙ্গে।শাল্লা উপজেলার জনগণ জানে ,আটগাঁও ইউনিয়ন মানেই বিএনপির ঘাঁটি। যারা নিবেদিত প্রাণ ,তাদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে বানিজ্যকরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান,বক্তারা।এবং
আমাদের একসহকর্মী ভাইকে ফেসবুকে কমেন্ট করার কারণে, মেরে ফেলার প্রাণনাশের হুমকি দিয়েছে। এই হুমকির অডিও স্যোসালমিডিয়ায় ভাইরালও হয়েছে । এই নবগঠিত কমিটিতে আওয়ামীলীগের দোসর জালাল উদ্দিনকে টাকার বিনিময়ে যুগ্ন আহ্বায়ক পদে নিয়োগ দিয়েছে। কমিটি প্রত্যাহারের জন্য সংবাদ সম্মেলন করে,এ কমিটি বাতিলের জন্য জোরদাবী জানায় বক্তরা ।
বক্তব্য রাখেন--------
বিএনপি'র নেতা মাসুদ আল কাউসার,
হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল।
মোঃ গফুর নূর সাবেক, কল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা কমিটি । মোঃ আলিনুর সাবেক, সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড আটগাও ।
মোঃ ইউনুস মিয়া, সাবেক সদস্য উপজেলা কমিটি।মোঃ মতিউর রহমান ,সাবেক সদস্য উপজেলা কমিটি। খসরু চৌধুরী সদস্য উপজেলা কমিটি । সুনামিয়া সদস্য ১নং ওয়ার্ড আটগাও ইউনিয়ন,শান্ত মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি এক নং আটগাঁও ইউনিয়ন,রুপ মিয়া, সাবেক সভাপতি ২নং ওয়ার্ড আটগাঁও ইউনিয়ন । রজব আলী, সাবেক সদস্য উপজেলা কমিটি প্রমূখ।
এসময় বিএনপি, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.