শাহীন খান শাল্লা প্রতিনিধি:সুনামগঞ্জের শাল্লায় সুজন শুক্ল বৈদ্য (১৭) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার ২৮ জুলাই সকাল ৯ টার দিকে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গাউরা নতুন (হাটি) গ্রামে নিজ বশতঃ ঘরে এ ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে বাঁশের ধন্নার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুজন শুক্ল বৈদ্যকে দেখতে পান তার বোনজামাই বাদল শুক্ল বৈদ্য। ঝুলন্তলাশ দেখে চিৎকার করলে সাথেসাথে বাড়ির মানুষসহ আশেপাশের লোকজন ঝোড়ো হয়। লোকজনের সহায়তায় লাশ নীচে নামানো হয়।
এমন খবর পেয়ে শাল্লা থানার এসআই তারেক নাজির সঙ্গীয় ফোর্স গিয়ে ঘটনার স্হলে লাশের তদন্ত করে, পরে তার বাবা মাকে জিজ্ঞেস করলে বলেন আমাদের কারো প্রতি কোন সন্দেহ নেই।সবি ভগবানের ইচ্ছা।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম জানান,ময়নাতদন্তের পর সঠিক সিদ্ধান্ত দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.