শাল্লায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিকসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

পিয়াস তালুকদার দিরাই শাল্লা প্রতিনিধি:সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫) সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সেনাবাহিনীর টিম কমান্ডার, জামায়াতে ইসলামীর প্রতিনিধি, বিএনপির উপজেলা আহ্বায়ক, বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক , কৃষি কর্মকর্তা , থানার, অফিসার ইনচার্জ ,বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক , হবিবপুর ইউপি’র চেয়ারম্যান , আনসার ভিডিপি কর্মকর্তা , সাংবাদিক বকুল আহমেদ, জমিয়তে উলামা ইসলামের, উপজেলা সভাপতি মাওলানা একরাম হোসেন বক্তব্য রাখেন, বক্তব্যে উল্লেখ করেন জেলা সহ-সভাপতির খুনিদের গ্রেপ্তারের দাবি জানান, দুর্গাপূজায় মদ গাজা বক্সে ডিজে গান সহ অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন এসময় বক্তারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপূজার সব ধরনের সবার সহযোগিতায় আইন শৃঙ্খলা সঠিক রেখে শাল্লার সার্বিক কল্যাণে কাজ করতে ঐক্যমত পোষন করা হয়। প্রাকৃতিক মৎস্য, জীব ও বৈচিত্র রক্ষায় একমত পোষণ করেন ।
সেনাবাহিনীর টিম কমান্ডার ও থানা ইনচার্জ বলেন প্রত্যেকটি পূজা মন্ডবে আমাদের ইমার্জেন্সি নাম্বার দিয়েছি সমস্যা হলে জানাবেন। এছাড়া ও আমাদের দিনরাত টহল চলবে ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা , যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, সংবাদিক ও ইলেকট্রিক মিডিয়া প্রমুখ।