শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার চাদরে সীমান্তবর্তী উপজেলা শ্যামনগর,কালিগঞ্জ ও দেবহাটা

- আপডেট সময় : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এ বছরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপিত হচ্ছে। উৎসবকে ঘিরে বিজিবি মহাপরিচালকের দিক-নির্দেশনায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সাতক্ষীরার শ্যামনগর,কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ৫২টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্ জানান-২০টি বিওপি/ক্যাম্প থেকে সার্বক্ষণিক টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তায় ০৭টি বেইজ ক্যাম্প স্থাপন করে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও সর্বদা নিবেদিত। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিরাপদ উৎসব নিশ্চিত করাই বিজিবির অঙ্গীকার। যেকোন পরিস্থিতি মোকাবেলায় কুইক অ্যাকশন টিম (QAT) গঠন করা হয়েছে. এছাড়া জীপ, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে ২৪ ঘন্টা টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।