শায়েস্তাগন্জ উপজেলায় সংসদ সদস্য প্রার্থী কাজী মহসিন আহমেদে গণসংযোগ

- আপডেট সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার, মুজিবুর রহমান:হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর- লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের
সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ এর ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এ গণসংযোগে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ অলি উল্লাহ জহির।
গণসংযোগে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর- লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।
উপজেলা সেক্রেটারি জনাব ইয়াসির খান এর পরিচালনায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতের নেতা মাওলানা রফিকুল ইসলাম, আতাউর রহমান, সাকিল আহমেদ, ইয়াসিন খান আরো অন্যান্য নেতা কর্মিরা। শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে শুরু করে দাউদনগর বাজারে প্রতিটা দোকানে এবং আশপাশে অলিগলিতে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী নেতৃত্বকে বিজয়ী করার বিকল্প নেই। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে অধ্যক্ষ কাজী মহসিন আহমেদকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।