স্টাপ রিপোর্টার,মুজিবুর রহমান:-
শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। গতকাল বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। হাটে ক্রতার উপস্থিতি বেশী থাকলে ও পশু কেনা বেচার সংখ্যা কম।
ক্রেতারা বিক্রেতাদের কাছ থেকে পশুর দরদাম জানতে হাটে ভিড় জমিয়েছেন। আর বিক্রেতাদের কাছ থেকে পশুর দরদাম জেনে তা আবার যাচাই বাচাই করছেন। আলাপ-কালে ক্রেতা সেয়দ আলী জানান, তিনি কোরবানীর পশু ক্রয় করতে হাটে এসেছেন, কিন্তু তার পছন্দ মতো পশু-পাচ্ছেন না। তিনি আরও জানান, তার-পশু পছন্দ হলে দরদামে আটকাবেনা। তিনি পণ্ড ক্রয় করবেনই। এব্যাপারে আলাপকালে বিক্রেতা খেলু মিয়া জানান, গত বছরের চেয়েও পশুর দাম এ বছর কিছুটা কম।
তিনি সারা বছর-গো-খাদ্যে কিনে তার ৩টি কোরবানীর পশু বিক্রির জন্য প্রস্তুত করেছেন। কিন্তু বাজারে -পশু নিয়ে-এসে কোন ভাবেই হিসাব মিলাতে পারছেন না তিনি। এছাড়াও তিনি সারা বছর বেশী দাম দিয়ে গো-খাদ্য ক্রয় করে তার পশুদের খাইযেছেন।
এখন ভাল দাম না পেলে তিনি কেমন করে তার পশুগুলি বিক্রি করবেন এ নিয়ে তিনি খুবই-চিন্তিত আছেন।
আলাপকালে ক্রেতা আলাউদ্দিন জানান, বাজারে ক্রেতা বেশী হলেও পশু বিক্রির হার কম। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈদের আরও হাট রয়েছে। এখন বিক্রেতাদের নিকট থেকে দরদাম জেনে পরবর্তী হাটে তারা কোরবানীর পশু ক্রয় করবেন।
এ ব্যাপারে পশুর হাটের একজন ইজারাদার জানান, আগামী হাটে তাদের পশুর বেচা কেনা আর ভাল হবে বলে তিনি আশাবাদী। এছাড়া ও এখানে মহাসড়কের পাশে পশুর হাটটি - যোগাযোগের জন্য-উপযোগী হওয়ায় স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে এই হাটে ক্রেতা ও বিক্রেতারা এসে এই পশুর হাট থেকে তাদের পছন্দমত পশু ক্রয় করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.