মুজিবুর রহমান, স্টাফ রিপোর্টার:-শায়েস্তাগঞ্জে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (নং ঢাকা মেট্রো ব-১৫-২০৫২) ও মোটর সাইকেল (হবিগঞ্জ ল১১-২৫৪৩) কে বাঁচাতে গিয়ে বাসটি খাদে পড়ে বাস চালক, শিশু সহ ২০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে। পরে তাদের শায়েস্তাগঞ্জের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এখবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই তিনি তার ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় আহতদের উদ্ধার করা হয়। তিনি বলেন, ঢাকামুখী এনা বাসটি একটি মোটরসাইকেল কে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসটি রক্ষা পেয়েছে।
এ ব্যাপারে বাসের যাত্রীদের মধ্যে অনেক যাত্রীরা জানান, তাদেরকে উদ্ধার করার কৌশলে অনেক লোকেরাই তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম আরো জানান, উপস্থিত জনতার কাছ থেকে তিনি যাত্রীদের ২টি মোবাইল উদ্ধার করে যাত্রীদেরকে বুঝিয়ে দেন।
বিকেল সাড়ে ৫টায় দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে থানা পুলিশ রেকার দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ৫ এপ্রিল বিকেল ৪টায় শায়েস্থাগঞ্জ নতুন ব্রীজে। আহত যাত্রীরা হলো, মাওলানা ইকবাল হোসেন (৫৫) আদনান সানি (৫) বোরহান উদ্দিন (৪) মার্জিয়া বেগম (৩৫) রুকসানা (৩০) ইকবাল হোসেন(২৫)। অন্যান্য যাত্রীদের নাম জানা তাৎক্ষণিক সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.