মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বিস্তারিত কর্মসূচি পালন করে।
এ উপলক্ষে সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল,শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক আজিম হোসেন, ঢাকা মহানগর নেতা ডা:মো:আবির হোসেন, ইঞ্জিনিয়ার মো: মাহবুব হোসেন, এম ইসলাম জাহিদ,কাইয়ুম আজাদ, মিলন মিয়া,মো:মহসিন হোসেন প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বিএনপি বাংলাদেশের সর্ব বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এ দল দেশের মাটি ও মানুষের কল্যানের জন্য রাজনীতি করে যাচ্ছে। এ দলে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও জুলুমবাজদের স্হান হবে না। তিনি সকল নেতা কর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আনিসুর রহমান আনিস আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে দেশে অন্য কোন দল থাকত না।সংবাদপত্রের অস্তিত্ব বিপন্ন হতো। শহীদ জিয়াই দেশে বহুদলীয় গনতন্ত্র পূন:প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন বাংলাদেশের জণগনের রক্ষাকবস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.