শহীদ আবদুল মোস্তফা হালিম (রহঃ) এর শাহাদাৎ বার্ষিকীতে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

আহাম্মদ নূর,ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম:ইসলামী ছাত্রসেনার ১ম শহীদ শহীদ আবদুল মোস্তফা হালিম (রহঃ) এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুলাই ২০২৫ ইং, শুক্রবার চট্টগ্রাম শহরের চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ মাসরুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তাহেরী, মোঃ মহি উদ্দিন বিন তাহের, মোঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ মামুন, জামশেদ সারওয়ার, দপ্তর সম্পাদক কাজী ইফাজ উদ্দিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমরান হোসেন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম নয়ন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম তাহেরী।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আবদুল মোস্তফা হালিম (রহঃ) এর আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।