💥💥"আমি আবার নিজেকে খুঁজি"
✍️শর্মিষ্ঠা সরকার
দিনের ভিড়ে, ভাঙা ব্যস্ততায়,
আমি এক টুকরো শর্মিষ্ঠা খুঁজি।
আয়নার ভিতর, চায়ের ধোঁয়ায়,
এক আঙুল ছোঁয়ার মতো হারিয়ে যাই।✨
আমি ছিলাম মুগ্ধ, আমি ছিলাম সাহস,
আজও বুকের মাঝে বাজে সেই বাঁশি।
হয়তো কেউ দেখে না, শুনে না মন,
তবুও আমি কথা বলি—আমারই সঙ্গে, গোপন।🍁
চুলের ভিতর সময় জড়িয়ে,
আমি গুছিয়ে রাখি না বলা গল্প।
লাল শাড়ির আঁচলে বাঁধা স্বপ্ন,
মুঠোয় ধরি, আবার উড়িয়ে দিই হঠাৎ।💦
আমি আবার নিজেকে খুঁজি—
নতুন আলোয়, নতুন অভিমানে।
আমি প্রেম, আমি প্রতিবাদ, আমি নিজের কাছে ফিরে আসা,
আমি সেই আমি—যে হারায় না, বদলায় শুধু ভাষা।💙
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.