শর্তহীন স্বার্থহীন ভালবাসা”

- আপডেট সময় : ০৮:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

শর্তহীন স্বার্থহীন ভালবাসা”
—-সাইফুন্নাহার শিউলী
আমি তোমাকে ভালোবাসি ঠিক ততটাই
যতটা ভালোবাসার পর আর ভালোবাসা যায়না
তবে তোমাকে আপন করে চাইনা
বিশ্বাস করো কখনোই চাইনা।
ঐযে দুরের আকাশ,চাঁদ,শুকতারা
ওদেরকে ও মানুষ ভালোবাসে,
কই তাদের তো কেউ ছুঁতে পর্যন্ত পারেনা
তবুও দূর থেকে শুধু দেখে দেখেই ভালোবাসে।
আমিও তোমাকে দূর থেকে শুধু দেখেদেখেই
এক আকাশ সমান ভালোবাসতে চাই,
চাঁদেরআলোর মতোই স্নিগ্ধ কোমল মমতায় তোমাকে জড়িয়ে রাখতে চাই,
শুকতারার মত ধ্যান করে তোমার নাম জপ করতে করতে রাত পোহাতে চাই।
আমি তোমাকে খুউব খুউব ভালোবাসি
এতটাই ভালোবাসি যার পরে আর ভালোবাসা যায়না।
তাইবলে আমি তোমাকে চাইনা, একেবারেই চাইনা।
কারন, কাছে পেয়ে গেলে ভালোবাসা বড় সহজ এবং সস্তা হয়ে যায়।দুর্লভ আর মনে হয়না,
আর স্পর্শে স্পর্শকাতর প্রেম তার স্নিগ্ধতা হারায়,
শর্তহীন,স্বার্ত্থহীন ভালোবাসা তখন আর থাকেনা।
আমি তোমাকে খুউব খুউব ভালোবাসি যতটা ভালোবাসার পর আর ভালোবাসা যায়না।
কিন্তু আমি তোমাকে আপন করে চাইনা বিশ্বাস কর কিংবা না কর,একেবারেই চাইনা।
প্রকাশকালঃ
সাইফুন/১০/০৬/২০২৫ইং
সাংবাদিক তৌফিকুর রহমান তাহের দিরাই-শাল্লা প্রতিনিধি::