লেমুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. বাকের আহম্মেদের ওপর নৃশংস হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল, উত্তাল লেমুয়া বাজার
- আপডেট সময় : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী:
হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক প্রতিক্রিয়া—দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি।
লেমুয়া বাজারের স্বনামধন্য ও জনপ্রিয় ব্যবসায়ী মো. বাকের আহম্মেদ–এর ওপর নৃশংস হামলার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে লেমুয়া বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমাজ, স্থানীয় জনগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্তিতিতে মিছিলটি উত্তাল হয়ে ওঠে।
বুধবার সন্ধ্যা নামার আগেই লেমুয়া বাজারের প্রধান সড়কে শতশত মানুষের জমায়েতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতে ব্যানার–ফেস্টুন নিয়ে বিক্ষোভকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। অংশগ্রহণকারীরা বলেন, এলাকার একজন শান্ত, সৎ ও সফল ব্যবসায়ী মো. বাকের আহম্মেদের ওপর এমন বর্বর হামলা লেমুয়া বাসী কখনো মেনে নেবে না।
বক্তারা আরও বলেন,
“এ হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অসম্ভব।”
এ সময় ব্যবসায়ী সমাজ এক বিবৃতিতে বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘটনার পর বাজারের বিভিন্ন দোকান আংশিক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, হামলার ঘটনার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে মো. বাকের আহম্মেদ বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতিবাদ শেষে আয়োজনকারীরা প্রশাসনের কাছে জোর দাবিতে বলেন,
“আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু শান্তির নামে অন্যায় বরদাশত করব না।”
লেমুয়া বাজারের সাধারণ মানুষও একই সুরে দাবি জানান—
“হামলাকারীরা যত প্রভাবশালীই হোক, শাস্তি পেতেই হবে।”
পুরো এলাকায় বর্তমানে টানটান উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



















