মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী জেলা:লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা শিশুদের পাঠদান চলছে মহা সংকটের মধ্যে। অবকাঠামোগত ভাবে সংকটে পাঠদান চলছে পুরাতন চেয়ার টেবিল। ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া চেয়ার-টেবিল ও অবকাঠামো দিয়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয় ভবন ও আসবাবপত্রের বেহাল অবস্থা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোর চেয়ার-টেবিল পুরাতন ও ভাঙাচোরা, দেওয়ালগুলো ক্ষতিগ্রস্ত এবং রং উঠে গেছে। বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে—একটি টিনশেড, অন্যটি পাকা ছাদ ঢালাই ভবন। টিনশেড ভবনের অধিকাংশ টিন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, বারান্দা ভেঙে পড়ার উপক্রম। অন্যদিকে পাকা ভবনের পেছনে বাঁশঝাড় ও গাছপালার কারণে দেওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত মেরামত করা প্রয়োজন।
শিক্ষকদের অফিসকক্ষেও নেই ভালো মানের চেয়ার-টেবিল; বিদ্যমান আসবাবগুলো সম্পূর্ণ পুরাতন ও অচলপ্রায়।
বিদ্যালয়টিতে বর্তমানে অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষকরা নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন উৎস থেকে বিদ্যালয় সংস্কারের জন্য অনুদান এলেও তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি।
তৎকালীন আওয়ামী কমিটির কিছু ব্যক্তি নামমাত্র কাজ দেখিয়ে সেই অর্থ আত্মসাৎ করে। বর্তমানে বিদ্যালয়টি কমিটিবিহীন অবস্থায় ‘এতিমের মতো’ চলছে বলে অভিমত দিয়েছেন এলাকাবাসী।
ছাত্রসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে জানা গেছে, এলাকায় গড়ে ওঠা ‘লেমুয়া একাডেমি কিন্ডারগার্টেন’-এর প্রতি অভিভাবকদের আগ্রহ বেড়েছে।
অনেকেই মনে করেন, কিন্ডারগার্টেনের শিক্ষার মান ভালো; ফলে তারা সন্তানদের সরকারি স্কুলে না পাঠিয়ে সেখানে ভর্তি করাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, “আমরা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি খুব মনোযোগী। নিয়মিত অভিভাবক সভা করে তাদের সন্তানদের পড়ালেখা ও উপস্থিতি নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।
তবে ভবন ও আসবাবপত্রের সংস্কার জরুরি—তা হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”
স্কুল ভবনটির সংস্কার এবং আসবাবপত্রের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.