লালমনিরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরন্জামাদিসহ জুয়ার আসর থেকে ৫ জন জুয়ারী আটক

- আপডেট সময় : ০৪:১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি,রংপুর
অদ্য তারিখ-১১/০৪/২০২৪ খ্রিঃ বৃহস্পতি বার, আনুমানিক সন্ধা ৭ টার দিকে পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব বাদল কুমার মন্ডল এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপ্ত কুমার সিং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ২ নং কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী ডিপের পাড়, নদীর ধারে জুয়া খেলার আসর হইতে আসামী ১) মোঃ জামাল হোসেন (৪৭), পিতা-মৃত কাশেম আলী, ু ২) মোঃ নাসির উদ্দিন (৪৮), পিতা-মৃত হারুণ মাস্টার ৩) মোঃ আলম মিয়া (২১), পিতা-মোঃ দুলাল মিয়া৪) মোঃ মিজানুর রহমান (২১), পিতা-মোঃ জামাল হোসেন৫) মোঃ আল আমিন(২৮), পিতা-মোঃ আমির হোসেন, সর্ব সাং-চরখাটামারী, থানা ও জেলা-লালমনিরহাটদেরকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।