মোঃ তৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চুরির অভিযোগ তুলে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ জানায়, দুই দিন আগে মাসুদ নামে স্থানীয় এক ব্যক্তির অটোরিকশার ব্যাটারি চুরি হয়। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাতে কয়েকজন ব্যক্তি বাসা থেকে আবুল কালামকে জোর করে তুলে নিয়ে যান। একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়ার পর কাঞ্চনপুর গ্রামের একটি বাগানে বেঁধে রেখে রাতভর তাঁকে পেটানো হয়। পেটানোর ঘটনায় গ্রামের ১০-১৫ জন লোক অংশগ্রহণ করেন।
নিহত ব্যক্তির স্ত্রী রেহানা বেগম বলেন, রাতে তুলে নিয়ে যাওয়ার পর তিনি স্বামীর খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আজ বেলা ১১টার দিকে কাঞ্চনপুর এলাকার একটি বাগানে গিয়ে দেখেন তাঁর স্বামীকে পেটানো হচ্ছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুপুরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় পথেই আবুল কালামের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া দৈনিক বাংলাদেশের চিত্র নিউজের উদ্দেশ্য করে বলেন, ঘটনাটি অমানবিক। ব্যাটারি চুরির অভিযোগ তুলে ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.