মোহাম্মদ মাসুদ: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং বাকলিয়া এলাকায় র্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান ‘‘উৎপাদন নিষিদ্ধ পলিথিন" জব্দসহ চারটি প্রতিষ্টান'কে ৫ লক্ষ টাকা জরিমানা।
২৫ আগস্ট সকাল ১১টা ১২ পর্যন্ত বাকলিয়া থানাধীন রাজাখালী এবং কোতোয়ালী থানাধীন যৌথ ভ্রাম্যমান আদালতে এ অভিযান চালানো হয়।
অভিযান কালে ০৫টি অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্টানকে ০৫ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দসহ ০১টি কারখানা ভ্রাম্যমান আদালত কর্তৃক সীলগালা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৭ গোপন সংবাদের অবৈধ ভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক এই অভিযান চালায়।
জেলা প্রশাসনের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাবসহ অভিযান পরিচালনা করে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব জেলা প্রশাসন প পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।
ভ্রাম্যমান আদালত অভিযানে জরিমানাকৃত ০৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা সহ জব্দকৃত উৎপাদন নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.