নিজেস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ১৪(৩)১৭,জিআর ৭৬/১৭,ধারা৩০২/৩৮০ পেনাল কোড,দায়রা মামলা নং - ৬১১৭/১৭,প্রসেস নং৯২/২৩,তারিখ১১/০১/২০২৪খ্রি,স্মারক নং-২৩৮, তারিখ০৯/০৮/২০২৩ খ্রি- উক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ হোসেন দির্ঘীদিন পলাতক।
সদর কোম্পানি র্যাব-৭,পতেঙ্গা চট্টগ্রাম, মোহাম্মদ শফিকুল ইসলাম (নৌ) জানান,
র্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রামের নিয়মিত টহল সিসি নং-২৬৬/২৪,তারিখ০৮/০৪/২০২৪ মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্স চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ হোসেনকে আটক করে।
সাজাপ্রাপ্ত আসামী মোঃ হোসেন, পিতা- মৃত রফিকুল ইসলাম,মাতা-রেখা বেগম,সাং- রহমতপুর আদম খান বাড়ি, আধিক্যার গো বাড়ী, ৩ নং রহমত পুর,থানা-সন্দীপ,জেলা- চট্রগ্রাম।
আটককৃত হোসেনকে এবং সাথে থাকা নগদ ২০২০ টাকা এবং একটি মানিব্যাগসহ র্যাব- ০৭ সন্দীপ থানায় হস্তান্তর করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.