নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে ভুয়া বিয়ের অভিযোগে গেল ১৬ মে নীলফামারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও প্রতারণার মামলা করেন প্রতারণার শিকার ভুক্তভোগী নারী।
এদিকে, মামলাটি থানায় দায়েরের পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্ত মাসুদ রানা(৩৫)।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩, সিপিসি-২এর একটি অভিযানিক দল।
রবিবার গভীর রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন হুকলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারতুইতো মাসুদ রানা, জেলা সদরের কানিয়াল খাতা গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে।
মামলার আরজি সুত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদ রানা (৩৫), ভুক্তভোগী ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাজী অফিসে নিয়ে যায়। সেখানে একটি ভূয়া বহিতে স্বাক্ষর নেয় । মাসুদ ভুয়া বিয়ের মাধ্যমেই দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই নারীর সাথে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক স্থাপন করে আসছে। পরবর্তীতে ভুয়া বিয়ের বিষয়টি জানতে পেরে নীলফামারী থাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ও পেনাল কোডে প্রতারণার মামলা দায়ের করে প্রতারণার শিকার ভুক্তভোগী ওই নারী।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী। পরে অভিযান চালিয়ে মাসুদ কে গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে আবুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী।
জানতে চাইলে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী জানায়, গ্রেফতারকৃতকে পরবর্তী কার্যক্রমের জন্য নীলফামারী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত: 'বাংলাদেশ আমার অহংকার'এই মূলমন্ত্রকে বুকে ধারনে কাজ করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ফলশ্রুতিতে, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.