নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর রেলসেতুর ওপর কোরবানির গরু উঠে পড়ায় প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের পাশে কোরবানির পশুর হাট বসেছে। সেখান থেকে একটি গরু ছুটে এসে লাইন ধরে দৌড়ে মেঘনা নদীর ওপর শহীদ হাবিল আ. হালিম রেলসেতুতে উঠে পড়ে। এ সময় গরুটি ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে। চালক গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে। কিন্তু রেলসেতুতে একটি গরু আটকে পড়ায় ট্রেন সেখানে দাঁড়িয়ে যায়। পরে রেলওয়ের স্টেশনের কর্মীরা ও স্থানীয় লোকজন গরু সরিয়ে নিলে ২০-২২ মিনিট পর ট্রেনটি সতর্কতার সঙ্গে সেতু অতিক্রম করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো হতাহত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.