রেড ক্রিসেন্ট’র সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার

- আপডেট সময় : ০৭:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীর ৩০০০ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট৷ শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম।
২৮ মার্চ(শুক্রবার) নগরীর ৩০০০ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। সিটি ইউনিটের আয়োজনে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. ছালাম এর সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর লালদীঘিস্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরিতে অনুষ্টিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান জনাব ডা. শাহাদাত হোসেন৷ তিনি বলেন, রেড ক্রিসেন্ট মানুষের সেবাই কাজ। ঈদকে সামনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তাদের এই প্রয়াস সত্যি প্রশংসার দাবিদার। রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবকরাই শিশুদের বিপথে যাওয়া থেকে রক্ষা করে আসছে বিভিন্ন কার্যক্রমে মধ্য দিয়ে।
চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ এর সভাপতিত্বে এবং আ.ন.ম তামজিদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সরোয়ার আলম, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান। আরো উপস্থিত আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান হোসাইন মো আছির হামীম, সানাউল্লা ভুবন, নূর নাহার সাইদ প্রমুখ।