রূপালী রাতের কথা

- আপডেট সময় : ১১:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

রূপালী রাতের কথা
” আলিয়া রুপি ”
মোঃকামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।
নিঝুম রাতে প্রকৃতির সাথে হেঁটেছি দুজনে
হাতে হাত রেখে অচেনা এক পথে
পায়ে পায়ে পথের ধুলো কণায় মেখেছিলেম
দুজনে কতনা রঙিন স্বপ্নের সাথে।
হেঁটেছি দুজনে কতনা অগনিত রাত
স্বপ্ন বুনতে বুনতে
পাখির নীরব ভাষায় সুর মিলিয়ে
গেয়েছি কত গান নিজেদের সুরে সুরে।
চন্দ্র দিয়েছিল আলো
ভালোবেসে কাছে টেনে নিয়েছিল জোনাকির দল
পুকুর ঘাটের হাসনাহেনা সৌরভে কাছে টেনে নিয়েছিল কতশত বার দুজনারে বিনে সুতার টানে।
কথা দিয়েছিলে বাসবে ভালো রাখবে যতনে আমারে
আসুক যত বাঁধা তোমার জীবনে
কথা রাখনি তুমি বেঁধে রাখতে পারনি মোরে
তোমার মনেরও গহীনে ।
চন্দ্র তার আলো রেখেছে ধরে কিন্তু পারনি তুমি আমারে
মেঠো পথ যেমন হেরে গেছে পিচ ঢালা পথের কাছে
আর জোনাকিরা গেছে বৈদ্যুতিক আলোর কাছে
তেমনি করে হেরে গেছো তুমি সময়ের কাছে সময়ের সাথে সাথে।
কথা দিয়ে রাখতে পারোনি কথা
তাই হারিয়ে ফেলোছো তুমি
হাসনাহেনার সৌরভ, জোনাকির আলো,
ঝলমল রুপালী রাতের কথা।