রূপগঞ্জ উপজেলা প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে নির্বাচন

- আপডেট সময় : ১১:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রিয়াজ মিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়নগঞ্জের -০১ আসনে দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই হতে যাচ্ছে মূলত আওয়ামী লীগের নেতাদের নিজেদের মধ্যে। গত ০৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। সেই সময় ও বিভিন্ন জেলায় দুই প্রার্থী কঠোর প্রতিদ্বন্দ্বীমুখী হওয়ায় নির্বাচনী আমেজ ফুটে উঠেছিলো এবার উপজেলা নির্বাচনেও একই চিত্র ফুটে উঠেছে। এবার রুপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তারাব পৌরসভা এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
অপরদিকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান ও পিতলগঞ্জ এলাকার বাসিন্দা আবু হোসেন ভূইয়া রানু আনারস প্রতিকে নির্বাচন করছেন। তারা দুজনেই কাক ডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করছেন। তবে প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছেন হাবিবুর রহমান হাবিব। কিন্তু আবু হোসেন ভূইয়া রানু নিরব ভোট বিপ্লব ঘটাতে কাজ করছেন নিরবে। তিনি সর্বমহলে যোগাযোগ রক্ষা করে একের পর এক সভা,গণসংযোগ অব্যাহত রেখেছেন। হাবিবের পক্ষে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। তবে এবার রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ভোটাররা মনে করছেন। এ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা বাঁধায় নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান ও ফেরদৌসী আক্তার রিয়া।
জানা গেছে, আগামী ২১ মে সোনারগাঁ,রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সকল উপজেলায় আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রার্থীর লড়াই হতে গেলে ও রূপগঞ্জ উপজেলা নির্বাচনের বিষয়টি পুরোই আলাদা। বর্তমানে এই উপজেলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে ও চেয়ারম্যান পদ নিয়ে রয়েছে নানা সংশয়।
এই রূপগঞ্জ উপজেলায় বর্তমানে দুইজন চেয়ারম্যান প্রার্থী অবশিষ্ট রয়েছেন তারা হলেন, হাবিবুর রহমান হাবিব ও আবু হোসেন ভূইয়া রানু দুইজনই হেভিওয়েট শক্তিশালী প্রার্থী এমনটাই দাবি করছেন রূপগঞ্জবাসী। স্থানীয় লোকজন বলছে, এই দুইজনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়া তারা দুইজন প্রতিদ্বন্দিতা।