রূপগঞ্জে টেকনোয়াদ্দা বৃষ্টি না হওয়ায় ইস্তিসকার নামাজ আদায় করেন শত শত মানুষ

- আপডেট সময় : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

রিয়াজ মিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি :-
আজ অদ্য ২৭/০৪/২০২৪ ইং তারিখে রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় নারায়নগঞ্জের রূপগঞ্জে টেকনোয়াদ্দা মাইজপাড়া আলহেরা জামে মসজিদে বৃষ্টি না হওয়ার কারনে ইস্তেগফার নামাজ আদায় করেন। প্রচন্ড তাপদাহে বিপর্যন্ত জনজীবন বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টি আসার জন্য এলাকাবাসী সবাই খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ আদায় করেন এবং আল্লাহ তায়ালার কাছে দোয়া ও দরখাস্ত করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ইমদাদুল্লাহ রাহমানি।
এ বিষয়ে মাওলানা মুফতি ইমদাদুল্লাহ রাহমানি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।
নামাজের মোনাজাতে সকল মুসল্লিরা মহান আল্লাহ তায়ালার দরবারে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য ইস্তেগফার নামাজের মাধ্যম দিয়ে অনাবৃষ্টি ও তাপদেহ থেকে বাচার ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন।