রূপগঞ্জে কালবৈশাখীর ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি

- আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

রিয়াজ মিয়া রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তান্ডবে প্রায় শতাধিক বাড়িঘর রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপরে পড়েছে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গেছে এবং তার ছিড়ে গেছে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। বিদ্যুৎ না থাকায় পানি সংকট চরম ভোগান্তিতে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, গতকাল রবিবার রাত ১০ টার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় বৃষ্টি সাথে প্রচন্ড বেগে ঝড়, মুহূর্তে বাড়ি ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়, গাছপালা দুমড়ে মুচড়ে উপরে ফেলে, পাকা ধান নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বৈদ্যতিক খুঁটি ভেঙ্গে তারছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এতে করে আমাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলার রূপগঞ্জ, ভূলতা, গোলাকান্দাইল,মুড়াপাড়া এসব ইউনিয়নে বিভিন্ন এলাকায় এই কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মুশরী এলাকায় আব্দুস ছাত্তার বলেন, আমার বাড়ির টিনের চালা উড়িয়ে নিয়ে যায়,আম গাছের সমস্ত আম ঝরে পড়ে, বেশ কয়েকটি কাঁঠাল গাছের উপরের মাথা ভেঙ্গে গেছে, আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পিতলগঞ্জ এলাকায় রতন মিয়া বলেন, আমি গরিব মানুষ কৃষি কাজ করি ঝড়ের কারনে আমার ফসলি জমির পাকা ধান নষ্ট হয়ে গেছে এবং গরুর ঘরের চালের টিন উড়িয়ে নিয়ে যায় আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মাছিমপুর এলাকায় সুজন মিয়া জানান, আমার বাড়ির পাশে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে, বিদ্যুৎ না থাকায় আমাদের পানি সংকট দেখা দিয়েছে।