স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জের রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবু সাঈদ (৩৮) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২'র সদস্যরা।
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১২'র অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায়, শনিবার (২৩ শে মার্চ) রাত্রী ০২.৪৫ মি: ঘটিকায় র্যাব-১২'র সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল এলাকায়" একটি অভিযান পরিচালনা করে মাদক আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, বগুড়া জেলার শেরপুর থানাধীন আমিনপুর গ্রামের, ফজলার রহমানে ছেলে, মো: আবু সাঈদ (৩৮)।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আমিনপুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২'র স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.