সংবাদ শিরোনাম :
রামুর রাজারকুলে কূপ থেকে জালে উঠে এলো ভাইবোনের মরদেহ

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে কূপে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলের জালে কূপ থেকে উঠে ভাই-বোনের মরদেহ।
বৃহস্পতিবার (০৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম রাজারকুলের মৌলভি পাড়া এলাকায় এঘটনা ঘটে। ভাই-বোনের নাম রিহাব (৭) এবং মারিয়া (৫)। তারা সৌদি প্রবাসী মোঃ আব্দুল্লাহর সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান।
তিনি বলেন, আমার ইউনিয়নের মৌলভি পাড়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলো তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিলো না। পরে নয়াখাল থেকে মাছ ধরে আসার সময় পাশের কূপে জাল ফেলে হাসমত আলী। তার জালে উঠে আসে দুই ভাই-বোনের মরদেহ।