মোহাম্মদ ইউসুফ, রামগড়, খাগড়াছড়ি:-
খাগড়াছড়ির রামগড় উপজেলার সদর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ সাইফুল নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সদর ইউনিয়নের লামকুপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের ভ্রাম্যমাণ আদালতে তাকে এই জরিমানা আরোপ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ।
উক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারায় ২-লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে’ বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.