একে আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিস্টার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ভরনিয়ার সাবুডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই এলাকার খমিরউদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষি কাজের জন্য বিদ্যুৎচালিত মোটর পাম্প চালু করার পরে পুকুর পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় মিস্টার আলী। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই কৃষকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.