মোঃ সাখাওয়াত হোসেন:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া বাজারে নিজ দোকানঘর থেকে গত বুধবার ৫ জুন মুদি দোকানদার আকালু চন্দ্র রায়ের(৪৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আকালু বারঘরিয়া গ্রামের মৃত সতীশচন্দ্র রায়ের ছেলে। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকালু মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে দোকানে যান। দুপুরে তার স্ত্রী ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দোকান বন্ধ দেখতে পান। তিনি দোকানের ফাঁক দিয়ে ভিতরে আকালুকে দোকানের শরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চেঁচামেচি শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আকালুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এডিএম'র অনুমতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.