রানীশংকৈলে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার রাঘবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় ও সহকারী শিক্ষক আব্দুল মজিদসহ অন্যান্য শিক্ষক ও বিদ্যালয়ের অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গনের সামনে পাকা সড়কে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কমিটি গঠন,বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়। এলাকাবাসী দাবী করেন, শিক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত কমিটি গঠন করে ম্যানেজিং কমিটি গঠন,বিদ্যালয়ের আয় ব্যয় হিসাব, শিক্ষার্থী কম উপস্থিতি ও শিক্ষকদের ইচ্ছেমত উপস্থিত হওয়া নিয়ে নিরপেক্ষ তদন্ত হলেই বিদ্যালয়ের অনেক অনিয়ম বেরিয়ে আসবে। তাই একটি তদন্ত কমিটি করার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন,ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মুক্তার হোসেন যুবদল নেতা নাসিম হোসেন প্রমুখ।
রাঘবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন ।প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র অপপ্রচার করছে।