মোঃ তৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর:-
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকেরদোল উচ্চ বিদ্যালয়ের পেছনে একরামুল ইসলাম তার জমিতে গত ৮-১০ দিন ধরে রাতের আঁধারে পুকুর খনন করছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি মটরসাইকেলে অজ্ঞাত লোকজন এসে পুকুরে থাকা ভেকু মেশিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় ভেকু মেশিনে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শাহাদত বলেন, ভেকু মেশিনে আগুন ধরার খবরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা ভেকু মেশিনে আগুন দিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.