রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়

- আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,
রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপ্তাহিক কাতিহার হাটে স্বাধীন ভাবে চলছে অতিরিক্ত টোল আদায় |
৩০শে মার্চ (শনিবার) দুপুরে হাট পরিদর্শনে দেখা যায় সরকার ও প্রশাসন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে ক্রেতা এবং বিক্রেতার কেনাকাটা।
আবার এদিকে নেওয়া হচ্ছে লাগামহীন অতিরিক্ত টোল। গরু প্রতি ৫০০ টাকা, ছাগল প্রতি ১৭০ টাকা ,যেখানে সরকারের নির্ধারিত ফি ,গরু ২৩০, ছাগল ৯০।
অতিরিক্ত টোলের বিষয়ে লেখায়দার মোঃ মমিনুল ইসলাম কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন হাট মালিক লিখতে বলেছে তাই আমরা ৫০০ টাকা লিখি|
অপরপক্ষে হাটে ৪নং লেহেম্বা থেকে গরু কিনতে আসা মোঃ সাদেকুল ইসলাম কে অতিরিক টোলের বিষয়ে বলা হলে তিনি বলেন আমাদের কিছু করার নেই তারা সবার কাছেই এমন অতিরিক্ত টাকা নিচ্ছে।
অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে রাণীশংকৈল ইউনো মহাদয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন — আমি টেনিংয়ে অাছি এ বিষয়ে পড়ে কথা বলবো।
এ বিষয়ে হাট ইজারাদারের সঙ্গে কথা বললে অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন সবাই নিচ্ছে আমরাও নিচ্ছি । এমন কথা বলতে বলতে সাংবাদিকদের বলেন তোমরা কি করতে পারবে
অামাদের ভাল ভাবে জানা আছে।