মোঃ খায়রুল ইসলাম রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে ) সকালে ঠাকুরগাঁও জেলা প্রসাশকের সভা কক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সোলেমান আলী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এসময় রাণীশংকৈল উপজেলা পরিষদের নির্বাচনে ৩ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক (আনারস) প্রতিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য, আব্দুল কাদের (মোটরসাইকেল) প্রতিক।
ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন হলেন- রাণীশংকৈল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা (টিউবওয়েল) প্রতিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, রমজান আলী, (বৈদ্যুতিক বাল্ব) প্রতিক, শ্রমিক নেতা, সাংবাদিক, হযরত আলী,(টিয়াপাখি) প্রতিক, উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী, (চশমা) প্রতিক ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় (তালা) প্রতিক।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, শেফালী বেগম (পদ্মফুল) প্রতিক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা বেগম পুতুল (কলস) প্রতিক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতিক ও সারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য রাণীশংকৈল উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩ শ ৯১জন। ৬৬টি কেন্দ্রে আগামি ২১ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.