একে আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বন্দর শিমুলতলী বসাকপাড়া মহল্লায় ২০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ আগষ্ট) পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার হাফিজুল ইসলাম ওই মহল্লার মৃত আব্দুর রশিদের ছেলে।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.