রাণীশংকৈলে যুব সংঘের সাইনবোর্ড ও পিলার চুরির অভিযোগ সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মো: হামিম রানা,ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ২নং ওয়ার্ডে যুব সংঘের সাইনবোর্ড ও দুটি সিমেন্টের পিলার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনের সভাপতি আলহাজ্ব (চাষী) মোঃ এনামুল হক (৭০), পিতা-মৃতঃ শামসুল হক, রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৫ ইং বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটে রাণীশংকৈল পৌরসভার ওয়ালটন শো-রুমের পূর্ব পাশে প্রয়াত সদস্যের নামে নিজস্ব জায়গায় সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে যুব সংঘের একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।
অভিযোগে বলা হয়, অনুষ্ঠান শেষে বিবাদী মোঃ রুস্তম আলী (৫০), পিতা-মৃতঃ লোহা মড়ল, সাং-খঞ্জনা এবং শ্রী শিষনাথ দাস (৪৫), পিতা-মৃতঃ জতিস দাস, সাং-পূর্ব হাড়িপাড়া, রাণীশংকৈলসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে সাইনবোর্ড উঠিয়ে দেওয়ার হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে চলে যায়।
পরদিন ১১ অক্টোবর সকাল আনুমানিক ৯টায় যুব সংঘের সদস্য মাসুদ রানার মাধ্যমে জানা যায়, সাইনবোর্ড ও দুটি সিমেন্টের পিলার চুরি হয়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অতুল চন্দ্র বসাক, আনোয়ারুল ইসলাম ও ওহায়েদ আলীসহ আরও অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে।
চুরি হওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।
এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাণীশংকৈল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।।