একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রামে গলায় ফাঁস দিয়ে ভবানন্দ রায় (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২২ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মৃত ভবানন্দ ওই গ্রামের মৃত চৈতু বর্মণের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভবানন্দের সাথে তার মায়ের সাথে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমানে ভবানন্দ তার ঘরে অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে ভবানন্দকে মৃত দেখতে পায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এএসআই খালেকুজ্জামান জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.