রাণীশংকৈলে মাদকবিরোধী জনসচেতনতায় একতার ডাক

- আপডেট সময় : ১১:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

“*চলো মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে”
মো: হামিম রানা ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী ও পদমপুর এলাকায় রবিবার (১২ সেপ্টেম্বর) “চলো মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্লোগান তোলেন—
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই, তরুণদের সহযোগিতা চাই।”
অনুষ্ঠানের আয়োজন করে উমরাডাঙ্গী এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
কর্মসূচির সভাপতিত্ব করেন লেহেম্বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুরশালীন।
প্রধান অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরনবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহামুদুন্নবী পান্না বিশ্বাস,
ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আক্তারুল ইসলাম,
রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন,
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাসেদুল ইসলাম,
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাহজাহান বিশ্বাস,
রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হযরত আলী,
এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাণীশংকৈল উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ মীর সাব্বির রহমান।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাব্বির হোসেন ও লেহেম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর।
প্রধান অতিথি মোঃ নূরনবী তাঁর বক্তব্যে বলেন—“মাদক একটি পরিবার, সমাজ ও জাতির শত্রু। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।