মোঃসাখাওয়াত হোসেন,নিজেস্ব প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার ১৩ জুন সকালে ভূমিসেবা সপ্তাহ'র সমাপনী অনূষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, সহকারি কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার,সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা আইয়ুব আলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম, করদাতা তোজাম্মুল হক প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়। সমাপনী দিনে উপজেলার সর্বোচ্চ করদাতা হিসেবে ৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- ইশারউদ্দীন, ইব্রাহীম আলী,আইয়ুবউর রহমান, তোজাম্মুল হক ও মলিনচন্দ্র রায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.