রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:রাণীশংকৈলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বসতবাড়ি ও মাঠ পর্যায়ে শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও বিআরডিবি কর্মকর্তা নিহার রঞ্জন রায়সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫০ জন কৃষকের মাঝে বেগুন, লাউ, পালংশাক, লালশাক, মটরশুটি, মুলা, বাটিশাক, মিষ্টিকুমড়া ও শসাসহ শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহিত হবেন এবং স্থানীয়ভাবে সবজি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।