এ.কে.আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
২০ জুন শুক্রবার বাচোর ইউনিয়নের পূর্ব বাচোর গ্রামের বাসিন্দা শ্রীকান্তের মেয়ে অপর্ণা রানী (৯) বেলা ২:৩০টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনা স্হলে মারা যায়।
ঘটনা সুত্রে জানা যায়, মৃত্যু অপর্ণা রানী নিজ ঘরের টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে লাইন দেওয়ার সময় তার নিজের আঙ্গুল মাল্টিপ্লাগে ঢুকে গেলে সে সেখানে মৃত্যুবরণ করে।বাইরে থেকে আসা তার বাবা তখন দেখতে পায় কারেন্টে শক লেগে তার মেয়ে মেঝেতে পড়ে আছে। শিশুটির বাবা এলাকার লোকজনকে ডেকে আনলে লোকজন দেখে যে শিশুটি মৃত্যুবরণ করেছে।
এই বিষয়ে মৃত্যু অপর্ণা রানীর পিতা শ্রীকান্ত বলেন, আমার মেয়ে বাড়িতে একাই ছিল আমি বিয়ে খাইতে গেছিলাম, ঘরে এসে দেখি আমার মেয়ে ঘরের মেঝেতে পরে আছে হাতে বিদ্যুৎ শকের দাগ দেখতে পাই,স্হানীয় লোকজন সহ তাকে বাঁচানোর চেষ্টা করেলেও আমার মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে পরিবারটিতে শোকের মাতম বইছে।
উক্ত বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জীতেন্দ্র নাথ রায় শিশুটির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ঘটনাটির সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.