
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫ সালের গুরুত্বপূর্ণ তিনটি জাতীয় দিবস- ৩ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা বসে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাতিজা বেগম।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় উপস্থিত মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মাস্টার, গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মামুনুর রশিদ মামুন, ১ নং ধর্মঘট ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
সভায় জাতীয় দিবস সমূহকে যথাযথ মর্যাদায় উদযাপন, কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দিবসগুলোতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
সভা শেষে অতিথিরা বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এসব দিবস গুরুত্বসহকারে পালনের কোনো বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.